Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

  1.          দায়িত্বাধীন এলাকায় ২৪ ঘন্টা পুলিশ টহলের মাধ্যমে নিয়মিত নিরাপত্তা প্রদান।

  2.          অগ্রিম তধ্য সংগ্রহের মধ্যমে নিরাপত্তা বলয় সৃষ্টি।

  3.          অপরাধ সংঘটন প্রতিরোধ করতঃ জনমনে নিরাপত্তা ও শান্তি বিরাজ করা।

  4.          সংঘটিত অপরাধ সমূহের আইনের আলোকে থানায় রেকর্ডভুক্ত করিয়া যথাযথ তদন্তের মাধ্যমে সত্য-উদ্ঘাটন, দোষীদের গ্রেফতার ও বিচারের জন্য সোর্পদ্দ করন।

  5.          বিচার কালীন সময়ে সংগৃহীত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতঃ ন্যায় বিচার নিশ্চিত করন।

  6.          ভিভিআইপি/ভিআইপি‘দের প্রোটেকশন ও নিরাপত্তা বিধানা করা।

  7.          রাষ্ট্রীয় ও রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচী সংগ্রহের নিরাপত্তা জরীপ, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করা।

  8.          বিদেশে চাকুরী, অধ্যয়ন, ভ্রমন, চিকিৎসার কাজে ব্যবহৃত পাসপোর্টের আবেদন ইনকোয়ারী ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান এবং সরকারী আধা-সরকারী ও বেসরকারী চাকুরীর প্রার্থীদের আবেদনে বর্ণিত তথ্যাদি ভেরিফিকেশন করা।

 

সেবা পাওয়ার উপায়

 1.            প্রতিনিয়ত ২৪ ঘন্টার জন্য ডিউটি অফিসার জনসাধারণের সেবার জন্য নিয়োগ থাকে।

2.           থানায় জিডি করতে আসা ব্যক্তির আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসার সর্বাত্নক সহযোগিতা প্রদান করবে।

3.           ডিউটি অফিসার এন্ট্রি করতে অপারগতা প্রকাশ করলে তখন উক্ত বিষয়টি ডিউটি অফিসার নিজেই সমাধান করবেন।

 4.           মহিলা আসামী বা ভিকটিম থানায় আসলে তাহা ডিউটি অফিসার ভিকটিম সাপোর্ট সেন্টারের ইন-চার্জ এর কাছে বুঝিয়ে দিবেন এবং পরবর্তী পদক্ষেপ নিবেন।

5.           পুলিশের কোন তথ্য জানার জন্য অফিসার-ইন-চার্জ/ডিউটি অফিসারের সাথে সরাসরি/মোবাইল ফোন এর মাধ্যমে যোগাযোগ করা।